জেসিবি ড্রাইভারদের কীভাবে ট্রেনিং করানো হয়?

জেসিবি চালানো কোন বাচ্চাদের খেলা নয়, কারণ এটার ব্যবহার করা হয়, খোদাই করা, জিনিস ভাঙা, জিনিস তেলা ও ফেলার কাজে ব্যবহার করা হয়। এছাড়া যেকোনো বিপদ আপদ যেমন কোন আগুন নেভানোর কাজেও ব্যবহার করা হয়।

জেসিবি চালানোর জন্য ড্রাইভাররদের যে টেস্ট হয় গুলোর খুব সাবধানতার সাথে নেওয়া হয়। কারণ এমন কোন কাজ নেই যেটি জেসিবি করতে পারে না। কিন্তু এই সব কাজ করার পেছনে জেসিবির থেকেও জেসিবির ড্রাইভারের হাত বেশি থাকে। জেসিবি  চালানোর জন্য প্রথমত ড্রাইভারদের বেসিক ইনফরমেশন দেওয়া হয়।

ড্রাইভারদের শেখানো হয় ঠিক কিভাবে জেসিবি আগে পেছনে নেওয়া যায়। জেসিবি কিভাবে ঘুরতে পারে আর ড্রাইভাররা এর কন্ট্রোল কিভাবে করতে পারবে। তারপর এগুলো শেখার পরে সবশেষে এদের আই কিউ টেস্ট করা হয়। যেখানে একটা গোল পাথকে জেসিবি দিয়ে তুলতে হয়, যারা ভালোভাবে জেসিবি চালাতে পারে না তারা তো পাথরটিকে ওঠাতে পারে না, কিন্তু যারা খুব বুদ্ধিমান হয় তারা পাথরটিকে ঘুরিয়ে বড়ই সহজ ভাবে জেসিবিতে তুলে নেয়। 

তাহলে বুঝতেই পারছেন জেসিবি চালানের জন্য বেশ ভালো আই কিউ এর দরকার ।

চুল শক্ত ও মজবুত রাখতে প্রয়েজনীয় খাবার..

ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হেসেনের  গল্প

 আয়না ঘরের জীবন কতটা ভয়ংকর?

Leave a Comment