ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ এর পরিচয়

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের ২৪ পরগনার অন্তর্গত পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। বাংলা ভাষার অভিধান সম্পাদনার জন্য ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন। 

তার চালিঞ্ষু অভিধান বলা হয়ে থাকে। ১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের পাশে তাকে সমাহিত করা হয়। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নামকরণ করা হয়। শহিদুল্লাহ হল ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ।

বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য তার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে। তিনি সরবন বিশ্ববিদ্যালয়, প্যারিস থেকে ১৯২৮ সালে পি.এইচ ডি ডিগ্রি লাভ করেন। তাকে জ্ঞান তাপস অভিধায় অভিহিত করা হয়।

তার গবেষণা সমূহ:

ক। বাংলা ভাষার ইতিবৃত্ত        খ। ভাষা তো।                   গ। আঞ্চলিক ভাষার অভিধান (দুই খন্ড)।

ঘ। বাংলা

 সাহিত্যের কথা।       ঙ। বাঙ্গালা ব্যাকরণ।

তার লিখিত অনুবাদ গ্রন্থ:

১। শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ।                 ২। দীওয়ান-ই-হাফিজ।

৩। রুবাইয়াত ই ওমর খ্যায়াম।

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা।

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার ২০২৫

( BUET) বুয়েটের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এর পরিচয় !

Leave a Comment