ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি?

মারাত্মক ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে আলোচনা-

ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় প্রতি ২০ জনের মধ্যে একজনের ক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গি বা মারাত্মক ডেঙ্গু রোগ হতে পারে। সাধারণত লক্ষণ দেখা যায় ৩-৭ দিনের মধ্যে এমন গুরুতর ভাব দেখা যায়। এই সময়ে সাধারণত জ্বর চলে যাওয়ার তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট-২৪-৪৮ ঘন্টার মধ্যে হঠাত করে কিছু মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে।যেমন-

পেটে চাপ দিলে ব্যথা লাগা কিংবা পেট ফুলে যাওয়া।…….তীব্র পেট ব্যথা …২৪ ঘন্টায় ৩ বার অথবা তার বেশি বোমি হওয়া….শরীরের ভেতরে কিংবা বাইরে রক্তপাত হওয়া। যেমন নাক অথবা মাড়ি দিয়ে রক্ত পড়া-গাঢ় রঙের প্রস্রাব হওয়া অথবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া-বমি অথবাপায়খানার সাথে রক্ত যাওয়া।-এক্ষেত্রে কালো পায়খানা হতে পারে।

ত্বকে রক্তপাত হওয়ার কারণে লাল রঙের ছোট ছোট র‌্যাশ দেখা দেওয়া।…. খুব ক্লান্ত অস্থির কিংবা খিটখিটে লাগা।

নিউমোনিয়া রোগ কি

Leave a Comment