তাহারই পরে মনে কবিতার ছোট প্রশ্ন ও উত্তর…তাহারই পরে মনে কবিতার ছোট প্রশ্ন ও উত্তর… বিস্তারিত পড়ুন
মূল বইয়ের পাঠ-পরিচিতি:
‘তাহারেই পড়ে মনে কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে মাসিক মোহাম্মাদী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যকময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রাকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস।
বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত বা আশা। কিন্তু কবিমন যদি কোনে কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদন-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবেনা।
এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে।……
তাহারই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ও কবি পরিচিতি:
১) সুফিয়া কামালের প্রত্যেক নিবাস কোথায়?
উওর: কুমিল্লায়।
২) সুফিয়া কামাল এর মাতার নাম কি?
উওর: সাবেরা বেগম।
৩) সুফিয়া কামাল এর পিতার নাম কি?
উওর: সৈয়দ আব্দুল বারী।
৪) সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
উওর: বরিশালে ।
৫) কত সালে সুফিয়া কামাল জন্ম গ্রহণ করেন?
উওর: ১৯১১ খ্রিস্টাব্দের ২০ জুন।
৬) সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কখন?
উওর: ১৯৯৯ খ্রিস্টাব্দে ২০ নভেম্বর।
৭) বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ কে?
উওর: সুফিয়া কামাল।
৮) সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
উওর: ঢাকায়।
৯) সুফিয়া কামালের গল্প গ্রন্থের নাম কি?
উওর: কেয়ার কাটা।
১০) সুফিয়া কামালের ভ্রমণ কাহিনীর নাম কি?
উওর: সোভিয়েতের দিনগুলি।
১১) সুফিয়া কামালের রচিত স্মৃতিকথা কী?
উওর: ৭১ এর দিনগুলি।
১২) কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত খ্রিষ্টাব্দে মারা যান?
উত্তর: কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ খ্রিষ্টাব্দে মারা যান।
আরও পড়ুনরেইনকোট প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১৩) তাহারই পড়ে মনে কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর: তাহারই পড়ে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
১৫) তাহারই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: তাহারই পড়ে মনে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মাদি পত্রিকায় প্রকাশিত হয়।
১৬) কবি কাকে মাঘের সন্যাসী বলেছেন?
উত্তর: কবি শীতকে মাঘের সন্যাসী বলেছেন।
১৭) তাহারই পড়ে মনে কবিতাটিতে কাকে আগমনের কথা বলা হয়েছে?
উত্তর: তাহারই পড়ে মনে কবিতাটিতে বসন্তের আগমনের কথা বলা হয়েছে।
১৮) কবি কাকে মাঘের সন্যাসী বলে কল্পনা করেছেন?
উত্তর: কবি শীতকে মাঘের সন্যাসী রূপে কল্পনা করেছেন।
১৯) কহিল সে স্নিগ্ধ আখি তুলি =এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর: কহিল সে স্নিগ্ধ আখি তুলি এখানে কবির কথা বলা হয়েছে।
২০) উন্মনা শব্দের অর্থকি?
উত্তর: উন্মনা শব্দের অর্থ উৎকন্ঠিত, ব্যাকুল, আনমনা, উদার।
২১) কবির নিরবতার কারণ কি?
উত্তর: কবির নিরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।
আমাদের ইউটিউব চ্যানেল