দাজ্জালের অলৌকিক ক্ষমতা 

দাজ্জালের অলৌকিক ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা।আল্লাহ রাব্বুল আলামীনও মানব জাতির পরীক্ষার জন্য দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করবেন। দাজ্জালের কপালে আরবীতে ( কাফ, ফা, রা ) শব্দ লেখা থাকবে। একমাত্র ঈমানদার ব্যক্তিরাই তার কপালের লেখা এই শব্দটি দেখে তাকে চিনতে পারবে। তার কাছে এখখন্ড অগ্নি থাকবে, যাকে দোযখ হিসাবে দাবি করবে এবং এটি বাগান থাকবে, যাকে সে বেহেশত হিাবে দাবি করবে। দাজ্জাল তার বিরোধীদের অগ্নিকুন্ডে নিক্ষেপ করবে এবং অনুসারীদের বাগানে নিক্ষেপ করবে। কিন্তু প্রকৃতপক্ষে তার ওই অগ্নিকুণ্ড হবে বাগানের ন্যায় আরামদায়ক আর বাগান হবে অগ্নিকুণ্ডের ন্যায় কষ্টদায়ক।

 এছাড়াও তার কাছে নানান  রকমের খাদ্যদ্রব্যের এক বিরাট ঠান্ডার থাকবে। দাজ্জাল এসব সুস্বাদু খাদ্য সামগ্রী নিজের ইচ্ছামত বিলি- বন্টন করবে। যখন কোন জাতি তার প্রভুত্বকে স্বীকার করে নিবে, তখন তার জন্য দাজ্জালের নির্দেশে বৃষ্টির ব্যবস্থা করা হবে। ফসলাদি প্রচুর উৎপন্ন হবে। বৃক্ষরাজি ফল- ফলালীতে পরিপূর্ণ থাকবে। চতুষ্পদ পশুগুলো মোটা জাত হবে। এগুলো দুধ দিবে প্রচুর পরিমাণে।

আর যে জাতি দাজ্জালের বিরুদ্ধে আচরণ করবে, তার জন্য বৃষ্টি বন্ধ থাকবে। ফসলাদের কোন উৎপাদন হবে না। বৃক্ষরাজিতে কোন ফল- ফলালী থাকবে না। চতুষ্পদ জন্তু গুলো শুকিয়ে দুর্বল হয়ে পড়বে। এক ফোঁটা দুধ তার মাঝে অবশিষ্ট থাকবে না। এ জাতীয় আরো বহু  সমস্যা ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে মুসলিম সম্প্রদায়কে। কিন্তু এত কিছুর সত্বেও আল্লাহ তায়ালার অপার কৃপা ও অসীম রহমতে মুসলমানদের তাসবিহ ও তাহলিল তাদের পানাহারের কাজে আসবে।

মুসলমানদের মাঝে এই দুর্ভিক্ষ দাজ্জালের আত্মপ্রকাশের দুই বছর পূর্ব থেকেই শুরু হবে। তৃতীয় বছর দুর্ভিক্ষের চরম সময়ে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। ভূগর্ভস্থ যাবতীয় ধন ভান্ডার কার নির্দেশে সব সময় তার সাথে সাথে চলবে।দাজ্জাল কোন কোন ব্যক্তির উদ্দেশ্যে বলবে- তুমি কি চাও, তোমার মৃত মাতা- পিতা পুনরায় জীবিত হয়ে তোমার কাছে চলে  আসুক, আর তুমি আমার প্রভুত্বের উপর পূর্ণ আস্থা স্থাপন কর? উত্তরে ওই ব্যক্তি হা বলবে। দাজ্জাল শয়তানের  নির্দেশ দিবে, কবরের ভেতর থেকে ওই ব্যক্তির  মাতা- পিতার আকৃতি ধারণ করে বের হয়ে আসবে। দাজ্জালের নির্দেশ শয়তান তাৎক্ষণিকভাবে পালন করবে।

দাজ্জালের উত্থান সম্পর্কে

দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব।

Leave a Comment