নামাজের নিয়ত সম্পর্কে আলোচনা-
নিয়ত দিনের ইরাদাকে বলে। যেমন আমি দাঁড়াইয়া ফজরের দুই রাকাত ফরজে ইরাদা করিলাম। এই ইচ্ছাটুকু না থাকিলে, এমনিভাবে নামাজ পড়িলে, নামাজ আদায় হইবে না। প্রচলিত আরবি নিয়ত এর কোন প্রয়োজন নাই। বরং অনেক সময় দেখা যায়, যাহারা আলেম নন, নিয়ত আরবি দ্বারা করার দরুন তাহাদের তাকবীরে তাহরীমা ফউত হইয়া (ছুটিয়া) যায, যাহা অতি ফজিলতের জিনিস। আর অর্থ না বুঝার দরুন বহু রকমের ভূল করিয়া বসে।
যেহেতু আমাদের ভাষা বাংলা, আর বাংলা বলিলেও নিয়ত হইয়া যায়। তাহা হইলে কেহ যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চায়, তবে বাংলার ভাষা এইরূপ বলিবে, যথা : আমি যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি। আর (ইমামের পিছনে হইলে) এই ইমামের একতেদা করিলাম।