যৌন হয়রানি বা ইভটিজিং কি?

যৌন হারায়নি সম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয় এবং একটি সামাজিক বিপর্যয় যা অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রয়াস করেছে। আমাদের দেশে নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী তরুণী এমনকি বিবাহিত নারীরাও জঘন্য যৌন হারানের শিকার হচ্ছে। এ যৌন হয়রানিকে ইভটিজিংও বলা হয়, যা দিন দিন অবতিরোধ্য হয়ে উঠেছে। ইভটিজিং শব্দটির যৌন হয়রানির প্রতিশব্দ, যা প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা না করে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে ,লোকসমাগমপুর স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্তপ্ত করা। গৃহ অভ্যন্তরে কর্মক্ষেত্রে অথবা যাতায়াতের পথে কখনো বা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হারেনের শিকার হতে পারে।

সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ধারণা

সামাজিক নৈরাজ্যের কারণ

জাতিসংঘের উদ্দেশ্য কি

Leave a Comment