ভাড়াটিয়াদের চাপ কমাতে সম্পূর্ণ এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করেছেন রাজধানীর মিরপুরের এলাকার একটি বাড়ির মালিক। বিষয়টি ভারাটিয়াদের চিঠির মাধ্যমে জানিয়েছেন তিনি। বাড়িওয়ালার চেষ্টা এমন আসসালামুয়ালাইকুম জনাব নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনার ঈদ আনন্দ কে প্রশান্ত করার উদ্দেশ্যে এপ্রিল ২০২৪ সিদ্ধান্ত গ্রহণ করা হইল শুভেচ্ছা ।তবে বাড়ির মালিক চান না বিষয়টি নিয়ে মতামতি হোক তিনি এসব গোপন রাখতে চান ।ঢাকা শহরের বাড়িওয়ালাদের নিয়ে হাজারটা অভিযোগ রয়েছে ,তবে এমনকি কিছু বাড়িওয়ালা আছেন যারা মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন। দেশে যখন কোরনার ছিল তখন বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক নিয়ে একের পর এক নেতিবাচক খবর আসছিল এসব বাজে খবরের ভিড়ে কিছু বাড়িওয়ালা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন. তেমনি এক বাড়িওয়ালার নাম শওকত করোনাভাইরাসের প্রকোপ যতদিন থাকবে ততদিন ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি রাজধানীর এই বাড়ির মালিকের পুরো নাম শেখ শওকত আলী তার এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেক বাড়ির মালিক বাড়িভাড়া মওকুফ করে। সওকত আলীর দুটি বাড়ি সহ কয়েকটি দোকান রয়েছে সেগুলোতে প্রায় ৩৫ জন ভাড়াটিয়া রয়েছে এ থেকে তিনি প্রতি মাসে অন্তত চার লাখ টাকা ভাড়া পেতেন।
Product Highlight
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nunc imperdiet rhoncus arcu non aliquet. Sed tempor mauris a purus porttitor
Learn more