ঘুষ অর্থ উৎচোক। স্বাভাবিক প্রাপ্যের পরও অসাধু উপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন ভাতা পায়, কিন্তু তারা যদি ওই কাজের জন্যই অন্যায় ভাবে আরো বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। যেমন কারো কোন কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা-পয়সা আদায় করা, অন্য কথায় অধিকার নেই এরূপ বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোন সম্পদ বা সুযোগ-সুবিধা দেওয়া কিংবা নেওয়া কে ঘুষ বলা হয়।
সমাজে নানাভাবে ঘুষের প্রচলন দেখা যায়। সাধারণত মানুষ অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য টাকা পয়সা ঘুষ দিয়ে থাকে। এছাড়া উপহারের নামে নানা দ্রব্যসামগ্রী যেমন টিভি, ফ্রিজ, গহনা, ফ্ল্যাট ইত্যাদিও ঘুষ হিসেবে দেওয়া হয়। বস্তুত দ্রব্যসামগ্রী যে মূল্যমানেরই হোক টাকা-পয়সা কম হোক বা বেশি হোক ঘুষ হিসেবে ব্যবহৃত হলে তা হারাম হবে।