বাংলাদেশের ভূমির ওপর জনবসতি বিস্তারের প্রভাব কি?

বাংলাদেশের ভূমির ওপর জনবসতি বিস্তারের প্রভাব অত্যন্ত ব্যাপক  পরিসরে। বাংলাদেশ একটি  জনবহুল দেশ । এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে। এদেশে প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কমে আসছে কারণ অধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য। এতে অধিক বসতি বিস্তারের ফলে এর পরিমাণ আরো কমে গিয়ে ভূমির ওপর মারাত্মক চাপ সৃষ্টি  করছে।

আমাদের দেশে এ জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির উপর অব্যাহত চাপ পড়ছে। চাপ পড়ছে বাড়িঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির উপর। বস্তুত বাংলাদেশে ইতোমধ্যে গ্রাম এবং শহরে বাসস্থান সমস্যা দেখা দিয়েছে। পক্ষান্তরে, কৃষি জমিগুলো উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হতে হতে খন্ড খন্ড হয়ে যাচ্ছে।

খন্ডিত জমিতে উন্নত মানের চাষাবাদের যোগ্য হয় না। অর্থাৎ ভূমি  একত্রিভূতকরণে বৈজ্ঞানিক চাষাবাদ সম্ভব হয়ে উঠছে না। এ জনবসতি বৃদ্ধির জন্য বহু আবাদি জমিতে ঘরবাড়ি বানানো হচ্ছে। ৩০ বছর পূর্বে যে পরিবারের জমির পরিমাণ ছিল  ১০০ বিঘা তার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ৪০ বিঘা বা তার চেয়েও কম। ১৯৭৪ সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল  ২৮ একর এবং বর্তমানে তা দাড়িয়েছে ২৫ একর। ভবিষ্যতে এর পরিমাণ আরও হ্রাস পাবে।

জনসংখ্যার আধিক্য এবং জনবসতি বিস্তারের প্রয়োজনীয়তায় মানুষ এখন ভূমির স্বাভাবিক গতিবিধিকে বদলে দিয়েছে। যেমন খাল- বিল ভরাট করে মানুষ এখন বসতি  গড়তে শুরু করেছে। বন জঙ্গল কেটে  বসতি বানাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।

সুদের পরিচয় বা সুদ কি?

নেপালের জলবায়ু কেমন

Leave a Comment