ভূমিকম্পের কারণ সমূহ নিচে উল্লেখ করা হলো- ভূমিকম্পের কারণ অনুসন্ধান কালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্প বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। তাদের মতে, ভিত্তিশীলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূআলোড়ন হলে ভূমিকম্প হয়।আগ্নেয়গিরি লাভা প্রচন্ড শক্তিতে ভূ- অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়।
ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূমিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূমিকম্প অনভূত হয়। ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানের শিলা ধ্বসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। এছাড়া পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে-পিছে সরে যায়। এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশ ভূমিম্প সংগঠিত হয়। বিজ্ঞানীরা এর দুটি কারণ চিহ্নিত করেছেন- প্লেট সমূহের সংঘর্ষের ফলে ভূত্বকে যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্পন ঘটিয়ে থাকে। ভূঅভ্যন্তরে বা ভূত্বকের নিচে ম্যাগমা সঞ্চারণ অথবা চ্যুতিরেখা বরাবর চাপমুক্ত হওয়ার কারণে ভূমিকম্প হয়ে থাকে।