ইসলাম ধর্ম অনুসারে পর্ণগ্রাফি বা পর্ণ আসক্তি থেকে মুক্তির উপায়

পর্ণগ্রাফি বা পর্ণআসক্তি একটি বিষাক্ত প্রকারের ভাইরাস, যা মাদকের চেয়েও ভয়ংকর। বর্তমান সমাজের নানান বয়সের নারী-পুরুষের আসক্তি পর্ণগ্রাফি বা পর্ণআসক্তি। এ কারণে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। ধ্বংস হচ্ছে হাজারো নারী-পুরুষের জীবন-যৌবন। মানুষ জন ধর্মবিরোধি হয়ে উঠতেছে দিন দিন। সবার উচিত এই অন্ধকার জগত থেকে বেরিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করা, কারণ এখন গোপনীয়তা ও লজ্জার কারণে এগুলোকে এগোতে দেওয়া যাবে না।

র্পণ আসক্তি থেকে মুক্তির উপায়:

পর্ণ আসক্তি থেকে মুক্তির জন্য প্রথমে সুদৃঢ়ভাবে নিয়ত করতে হবে এবং ঈমানি শক্তি প্রয়োগ করতে হবে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তা পাবে , যা সে নিয়ত করে। (বুখারি, হাদিস:০১),,,,,,,,, নিয়তের শক্তি ও ঈমানি শক্তির সমন্বয়ে প্রতিরোধ শক্তি বাড়াতে হয়। এই দুই শক্তির মাধ্যমে নফস ও শয়তানের অপকৌশলের বিরুদ্ধে জয়ী হওয়া যায়।মহান আল্লাহর মদদ চলে আসে। কোরআনে এসেছে যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায় আমি তাদের অবশ্যই আমার পথে উপনীত করব। আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চই আল্লাহ সতকর্মশীলদের সঙ্গে আছেন। (সূরা: আনকাবুত, আয়াত:০৬)

প্রতিদিন পাচঁওয়াক্ত নামাজ আদায় করা: আল্লাহ তায়ালার হুকুম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা বান্দার জন্য ফরজ।পর্ণ আসক্তির গুনাহ থেকে বাচাঁর বড় উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা। নামাজ সব গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। পবিত্র কোরআনে এসেছে, হে নর্বী ! ওহির মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, তা তিলাওয়াত করো এবং নামাজ কায়েক করো। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর জিকিরই তো সর্বপেক্ষাবড় জিনিস। তোমরা যা কিছু করে আল্লাহ তা জানেন। (সূরা: আনকাবুত, আয়াত:৪৫)

স্ত্রী সহবাসের দোয়া

Leave a Comment