ইসলাম ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়।
একটা যুবক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন তাদের ক্যাম্পাসের একজন গেট দারওয়ান ছিলেন । যুবক রাতে দেখলেন গেট দারওয়ান মামা তার ডিউটি করছেন আবার সকালে যখন ক্যাম্পাস থেকে বাহিরে বের হয় তখন দেখেন মামা পিঠা বিক্রি করছেন । তখন যুবক তাকে প্রশ্ন করল মামা আপনি রাতে ডিউটি করে আবার সকালে পিঠা বিক্রি করছেন আপনি ঘুমান কখন ।তখন মামা বলল আমার ছেলে এইস এস সি তে গোল্ডের এ প্লাস পেয়েছে ভালো কলেজে ভর্তিরজন্য টাকার প্রয়োজন তাইি আরকি এই সব করা। আবার যুবক দুপরের দিকে লক্ষ্য করলেন যে মামা ফল বিক্রি করছেন । তখন যুবক তাকে বলল মামা আপনি রাতে ডিউটি করেন আবার সকালে পিঠা বিক্রি করেন আবার দেখছি এখনও ফল বিক্রি করছেন আপনি ঘুমান কখন । তখন বলল আমার ছেলে কচিং করছে তার মেডিকেরে পড়ার ইচ্ছা তাই এত পরিশ্রম করছি তাছারা যখন সে পড়ার সুযোগ পাবে তখন আমি আর এই চাকরি আর করব না । তাই এখন কষ্ট করছি । একমাস পরে যখন আবার গেট দারওয়ান মামার সাথে দেখা হয় তখন মামা খুশিতে আত্মহারা হয়ে বলেলন আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্চ পেয়েছে দোওয়া করবেন। কয়েক মাস পর মামার সাথে যখন আবার দেখা হলো তখন দেখে মামার মন খারাপ । আমি জিঞ্গেস করলাম মামা আপনার মন খারাপ কেন তখন মামা কেদে বলেন আমাকে মাফ করে দাও । তখন যুবক বলল আপনার ছেলে তো এখন ঢাকা মেডিকেলে পড়ছে আপনার মন খারাপ কেন । তখন মামা বলল আমার ছেলে এখন ইয়াবা আসক্ত প্রতিদিন টাকার জন্য বাড়িতে সবকিছু ভাঙচুর করে । মামার ছেলে যদি দিন মজুর হতো যদি খেতে কাজ করত তাতেই মনে হয় ভালো হতো । সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যার মধ্যে ধর্মীয় জ্ঞান নেই কোরআনের জ্ঞান নেই সে কখনও প্রকৃত মানুষ হতে পারে না । শিক্ষা মানুষ কে বড় আর জ্ঞানী করে না বরং তার ধর্মের জ্ঞান ও তার কর্মের মাধ্যমে তার পরিচয় প্রকাশ পায়। সবাই সদা সত্য কথা বলব পিতামাতার কথা মেনে চলব ও তাদের সেবা যত্ন করব।
আমাদেরfacebook pageহযরত আবূ হুরায়রা রাযি. এর জীবনি