এক সময় এক ফেরেশতা এসে এক ব্যক্তিকে বলল, আমি তোমার উপরে খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তবে একটা শর্ত তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো তবে তোমার প্রতিবেশীকে দেবো তার দ্বিগুণ। লোকটা বলল আচ্ছা আমার এক বস্তা স্বর্ণ মুদ্রা চাই। ফেরেশতা তাকে এক বস্তা স্বর্ণমুদ্রা দিল। এতে তার প্রতিবেশী দুই বস্তা স্বর্ণমুদ্রা পেল।
লোকটি বলল আমার একটা মার্সিটিজ গাড়ি চাই। ফেরেস্তা তাকে একটা মার্সিটিজ গাড়ি দিল। প্রতিবেশী দুইটা মার্সিটিস গাড়ি পেল। লোকটি বলল আমার একটা আলিশান মহল চাই। ফেরেশতা তাকে একটা আলিশান মহল দিলো। তার প্রতিবেশীকে দিল দুইটা মহল। লোকটা ফেরেশতাকে বলল দয়া করে তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ কর।
ফেরেশতা বলল কি সেটা। লোকটা বলল তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও যাতে আমি আর সেই চোখ দিয়ে কিছু দেখতে না পারি। ফেরেশতা লোকটার এক চোখ অন্ধ করে দিল ওদিকে প্রতিবেশীর দুই চোখে অন্ধ হয়ে গেল।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করেদিন ও আপনার মতামত কমেন্টে জানাবেন।
আসমানী কিতাবের উপর বিশ্বাসের গুরুত্ব