বাংলাদেশের মোট আয়তন প্রায় ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার (১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার-) বা (৫৬৯৭৭ বর্গমাইল)। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা (Terrotorial water) প্রায় ২২ কি.মি. (১২ নটিক্যাল মাইল) এবং দেশের অর্থনৈতিক অঞ্চল (Economic zone) সমুদ্রের সীমারেখা হতে গভীর সমুদ্রে প্রায় ৩২২ কি.মি. (২০০ নটিক্যাল মাইল) পর্যন্ত বিস্তৃত।
আমাদের ওয়েব সাইট শেয়ার করুন বন্ধুদের মাঝে alviedu.com