বাংলাদেশের সীমানা !

 বাংলাদেশের প্রায় তিনদিকেই ভারত রাষ্ট্র, কেবল দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কুচবিহার, আসাম ও মেঘালয়, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

   বাংলাদেশের মোট সীমারেখা ৪৭১২ কি.মি (২৯২০ মাইল)। এর পূর্ব, উত্তর ও পশ্চিম ভারতের সাথে ৩৭১৫ কি.মি (২৩০৯ মাইল) এবং দক্ষিণ পূর্ব দিকে মায়ানমারের সাথে ২৮০ কি.মি (১৭৪ মাইল) সীমান্ত রয়েছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ৭৩২ কি.মি (৪৫৫ মাইল)

আবরার ফাহাদ এর পরিচয় The identity of Abrar Fahad

 লর্ড রিপন বিখ্যাত ছিলেন কেন?

Leave a Comment