ইংল্যান্ডের সীমা পেরিয়ে ক্রিকেট বহু আগেই বিশ্বের একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। জাতিকে বিশ্বদরবারে তুলে ধরে এবং পরিচিত করতে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশে রয়েছে েএকটি জাতীয় দল । যারা প্রতি বছর বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে । বাংলাদেশে ক্রিকেট দল ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ জায়গা করে নিয়েছে।
উপমহাদেশে ক্রিকেটের আগমন হয় ইংরেজদের মাধ্যমে।ঔপনিবেশিক কালে। তখন ক্রিকেট ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। ১৯৪৭ এর পর থেকে ডাকা অঞ্চলেও ক্রিকেট খেলা জনপ্রিয়তা পেতে শুরু করে।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেট যাত্রা শুরু করে। বাংলাদেশ ক্রিকেট দলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম রাখা হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) বর্তমানে যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নামে পরিচিত।