বাংলাদেশ নৌবাহিনী নতুন সার্কুলার ২০২৪

শারীরিক যোগ্যতা (নূন্যতম)

পদ: সিম্যান – উচ্চতা থাকতে হবে ১৬৭.৫ সে.মি (৫.৬) । 

পার্থির  বুকের মাপ হতে হবে ৭৬-৮১ সে.মি (৩০-৩২)। 

ওজন হতে হবে : বয়স ও উচ্চতা অনুযায়ী। চেখের দৃষ্টি হতে হবে ৬/৬। 

পদ: মেট্রলম্যান- উচ্চতা হতে হবে (৫.৮) 

পদ: অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টের, মিউজ, বুক,স্টুয়ার্ড ও টোপাস) । এপদের জন্য  উচ্চতা হতে হবে (৫.৪) 

পদ: এওজিসি (নৌ)- উচ্চতা হতে হবে (৫.৬)। 

অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য): 

ক। বাংলাদেশী পুরুষ নাগরিক। খ।  সাঁতার জানা আবশ্যক। গ। অবিবাহিত। ঘ। বয়স: ০১ জানুয়ারী ২০২৫।  (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর। (২) এমওডিসি (নৌ) ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহনযোগ্য নয়। 

বাংলাদেশ নৌবাহিনী আবেদন করতে নৌবাহিনীর ওয়েসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার ২০২৫

সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলার

Leave a Comment