বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ ।দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পান -Price Waterhouse Coopers(PwC)
বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ তৈরি ও উথক্ষেপন করবে- Glavkosmos,রাশিয়া।উথক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম রাখা হয় – বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ।বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরিতে ব্যয় ধরা হয়- ৩৭০৭ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে যে ধরণের স্যাটেলাইট -আর্থ অবজারভেশ স্যাটেলাইট।
দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উথক্ষেপন করা হয় ২০২৩সালে।