বিশ্বের সবচেয়ে বড় খামার

বিশ্বের সবচেয়ে বড় খামার…..বিশ্বের সবচেয়ে বড় খামার….. নিয়ে আজকের আলোচনা …..

সবচেয়ে বড় গরুর খামার যেকানে এক লাখ পিস গরু আছে। খামারটি ৭০ লাখ বিঘা জমি নিয়ে দাড়িয়ে আছে। যেটা কিনা গোটা পর্তুগালের সমান বড়। এখানথেকে প্রতিদিন ৪০০ থেকে ১০০০ টন দুধ উৎপাদন হয়। খামারের পরকে পরকে আথুনিকতার ছোয়া লেগে আছে। এখানে আছে সিস্কিং রোবট , অটোমোটিক ফিডিং সিমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যার দ্বারা চালিত স্বাস্থ্য মনিটরিং সিস্টেম। in short

এই ফার্র্মে ডুকতে হলে পা থেকে মাথা পর্যন্ত বায়োসিকিউরিটি সুট পড়তে হয়। ফার্র্মটির নাম মোদানজিয়াং সিটি মেগা ফার্ম। ২০১৫ সালে শুরু হওয়া ফার্র্মটি প্রতিবছর যেভাবে বাড়ছে এটা কোথায় গিয়ে থামবে সে সম্পর্কে কারো ধারণাই নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উরুগুয়ে থেকে সেরা দুগ্ধজাত গরু এই খামারে আমদানি করা হয়। এক লাখ গরু মাঠে চড়ানো সম্ভব না। তাই তাদের ঘর তথা শেডের ভেতর রাখা হয়। in short

একেকটা শেডে হাজার হাজার গরু থাকে। গরুগুলোর থাকার বিছানা দিনে দুবার পরিবর্তন করা হয়। গাভিগুলো থেকে মেশিনের মাধ্যমে দিনে তিনবার দুধ নেয়া হয়। in short

গরুর খামার দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দুধ, মাংস, চামড়া এবং জৈব সার উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণ করে। খামার গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হয়, গ্রামীণ অর্থনীতি চাঙা হয় এবং দারিদ্র্য হ্রাস পায়। গরুর গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন পরিবেশবান্ধব কৃষিতে সহায়তা করে। এছাড়া, গরুর খামার চামড়া শিল্প ও ওষুধ শিল্পেও কাঁচামাল সরবরাহ করে। পরিকল্পিতভাবে গরুর খামার গড়ে তোলা হলে তা দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতায় বড় ভূমিকা রাখতে পারে। in short

আরও পড়ুন চাবাগান কিভাবে নিলাম হয়?

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন @dailystory0.5

Leave a Comment