পৃথিবীর সর্বপ্রথম তৈরি বিমান !

বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক রুট ভিত্তিক  যাত্রীবাহী বিমান আকাশে ওড়ে ১৯১৯ সালের ২৫ আগস্ট। এয়ার ট্রান্সপোর্ট  অ্যান্ড ট্রাভেল লিমিটেড নামে একটি ব্রিটিশ এয়ারলাইন্স প্রথম বিশ্বযুদ্ধের পর ১ জন যাত্রী আর কিছু মালামাল পরিবহনের  উপযোগী করে। কিছুটা পরিবর্তন করা এরিকো ডিএইচ ফোর এ এইট নামের বিমান দিয়ে লন্ডন থেকে  প্যারিস আড়াই ঘন্টার রুটে যাত্রী পরিবহন করে।

প্রথম যাত্রায় বিমানটির একমাত্র যাত্রী ছিলেন একজন সাংবাদিক সাথী ছিল অল্প কিছু মালামাল। যার ভাড়া ছিল তৎকালীন ৪৪ পাউন্ড যা বর্তমানে ১ হাজার ৭০ পাউন্ডের সমতুল্য। এই প্রথম বিমানকে কেন্দ্র করেই ধীরে ধীরে বিমানে যুক্ত করা হয়েছে নতুন কিছু যন্ত্রপাতি এবং এর আকারও বড় করা হয়েছে। বর্তমানে একটি বিমান হাজার হাজার টোন ওজন এবং যাত্রী পরিবহনের সক্ষম। এই সবকিছু তৈরি করা হয়েছে আল-কুরআনের উপর ভিত্তি করে।

বিশ্বের প্রথম ছাপাখানা আবিষ্কার করেন কে?

ক্যামেরা আবিষ্কার করেন কে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার ইতিহাস

Leave a Comment