ব্রংকাইটিস রোগ এর লক্ষন , প্রতিকার ও এর প্রতিরোধ

ব্রংকাইটিস রোগ এর লক্ষন , প্রতিকার ও এর প্রতিরোধ। কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়। কাশির সময় রোগী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। শক্ত খাবার খেতে পারে না। কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা ৩ মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর ২ বছর দেখা যায়, তাহলে রোগীর ক্রনিক ব্রংকাইটিস হয়ে থাকতে পারে। এর প্রতিকার

ধূমপান, মদ্যপান, তামাক বা সাদাপাতা খাওয়া বন্ধ করা।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিতসা করানো।

রোগীকে সহনীয় উষ্ঞতা ও শুষ্ক পরিবেশে রাখা।

পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো । যেমন গরম দুধ, স্যূপ ইত্যাদি। রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া । প্রতিরোধ

ধূমপান ও তামাক সেবনের মতো বদ অভ্যাস ত্যাগ করা।

ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে রাখা।

শিশু বা বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখা।

অ্যাজমা রোগের প্রতিকার

নিউমোনিয়া রোগ

বুয়েটের ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার

Leave a Comment