ভারত ও পাকিস্তানের শক্তি..ভারত ও পাকিস্তানের শক্তি-তে কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে
সামরিক শক্তিতে কোন দেশ বেশি শক্তিশালি। ভারতের সেনাবাহীনি সদস্য সংখ্যা ১৪ লাখ। অন্যদিকে পাকিস্তানের সেনা সংখ্যা সাড়ে ৬ লাখ। সেনাবাহিনীর জন্য ভারত বাৎসরিক ভাবে খরচ করে থাকে বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ১০ লাখ কোটি টাকার সমান। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর বাৎসরিক বাজেট বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার কোটি টাকার সমান। in short
ভারতের কাছে রয়েছে ৪ হাজার ২০১ টি ট্যাঙ্ক। সেনাবাহিনীতে গাড়ি যুক্ত আছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৪ টি। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২ হাজার ৬২৭ টি। অর্র্থাৎ, ভারতের অর্ধেক। পাকিস্তানে গাড়ির সংখ্যা ১৭ হাজার ৫১৬ টি। তার মানে ভারতের চেয়ে ৭-৮ গুন কম। ভারতের হাতে ২৯৩ টি অ্যাসেট আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি। এছাড়াও ১৪ টি ফ্রিগেট আছে। সাবমেরিন আছে ১৮ টি।এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা ১৩৫ টি। in short
অন্যদিকে পাকিস্তানের অ্যাসেট-র সংখ্যা ১২১ টি। তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ৯ টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন এবং ৬৯ টি প্যাট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা ২২২৯টি। হেলিকপ্টার আছে ৮৯৯টি। in short
পাকিস্তানের হাতে মোট ১৩৯৯ টি এয়ারক্রাফট আছে। হেলিকপ্টার আছে ৩৭৩ টি। এখানে ভারত পাকিস্তান প্রায় সমান।
ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে এ দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়—ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এবং পাকিস্তান একটি ইসলামি প্রজাতন্ত্র। উভয় দেশের মধ্যে সম্পর্ক শুরু থেকেই উত্তেজনাপূর্ণ, বিশেষ করে কাশ্মীর ইস্যু নিয়ে। তারা তিনবার যুদ্ধ করেছে এবং আজও সীমান্তে উত্তেজনা বিরাজ করে। তবুও, সংস্কৃতি, ইতিহাস ও ভাষাগত মিলের কারণে উভয় জাতির মধ্যে অনেক অভিন্নতা রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চলমান।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন http://@dailystory0.5