মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালে ১৯ মে ভাতের বিহারে (বর্তমান ঝাড়খন্ড রাজ্যের দুমকা শহরে) জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ঢাকার বিক্রমপুরে। পিতা প্রদত্ত তাঁর নাম প্রবোধকুমার এবং ডাকনাম মানিক । তিনি প্রথম জীবনে ফ্রয়েডীয় মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন।
পরবর্তীতে তিনি মার্কসিজম বা মার্কবাদ দ্বারা প্রভাবিত হন এবং মার্কসবাদী ঔপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। দীর্ঘদিন রোগভোগের ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
উপন্যাস: পদ্মানদীর মাঝি (১৯৩৬ খ্রি.) : জেলেদের জীবনের বিচিত্র সুখ- দুঃখের চিত্র উপন্যাসটির মূল উপজীব্য। উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র কুবের (কেন্দ্রীয় চরিত্র), কপিলা,মালা, পণেশ,পাচু, শীতল, হেরম্ব,যুগী (শীতল বাবুর স্ত্রী), হোসেন মিয়া। উপন্যাসটির অবলম্বনে আখতার জং কারদার জাগো হুয়া সাভেরা’(১৯৫৯খ্রি) চলচ্চিত্র নির্মাণ করেন।
জননী: মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস।
পুতুলনাচের ইতিকথা (চরিত্র: শশী, কুসুম) দিবারাত্রির কাব্য।
গল্পগ্রন্থ:
আত্মহত্যার অধিকার- ছোট বকুলপুরের যাত্রী।
প্রাগৈতিহাসিক: প্রধান চরিত্র-ভিখু, পাঁচী।-আজকাল পরশুর গল্প।
সরীসৃপ-সমুদ্রের স্বাদ।
ভোজাল।
Mr Beast মিস্টার বিস্ট এর পরিচয় এর ইউটিউবার হওয়ার গল্প..।
বিশ্বের প্রথম ছাপাখানা কত সালে আবিষ্কিত হয়?