মিজানুর রহমান আজহারীর পরিচয়

মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর এর পরনতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। আজহারীর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। সেখান থেকে ২০০৪ সালে তিনি দাখিল পরীক্ষায় জিপিএ -5 পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০০৬ সালে আলিম পরীক্ষাতেও তিনি গোল্ডেন জিপিএ অর্জন করেন। 

মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অফ নলেজ- খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক  ইউনিভার্সিটি থেকে পোস্ট- গ্রেজুয়েশন সম্পন্ন করেন। এরপর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে  এম এফ এল এবং পি এইচ ডি করার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালের মধ্যে তিনি এম এফ এল সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এম্মায়োলজি ইন দ্য হেলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয় তিনি পিএইচ ডি প্রার্থী হিসেবে মনোনীত হন।

তিনি হিউম্যান বিহ্যাবিয়ারেল  ক্যারেস্টীরইসটিক্স ইন দ্য হোলি কুরআন এন্ড এনালিটিক্যাল স্টাডির ওপর পিএইচডি গবেষণা করেছেন। এম এফ এল এবং পিএইচডির মাধ্যমে ছিল ইংরেজি। এছাড়া IELTS পরীক্ষাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন তিনি। তার বক্তৃতাতেও ইংরেজিতে দক্ষতার চাপ ফুটে ওঠে। একটা সময় হাস্যরস এবং অজাচিত কথাবার্তার কারণে ওয়াজ মাহফিল নিয়ে অনেকের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছিল। সেসময় মিজানুর রহমান আজহারীর আগমন ঘটে।

হযরত ঈসা (আ.)- এর অবতরণ 

ড.আসিফ নজরুলের সাহসিকতার পরিচয়

জামায়েত ইসলামের আমির ড. শফিকুর রহমান এর  গল্প

Leave a Comment