হযরত আবূ ইয়াযীদ মাদিনী রহ. বলেন, হযরত আবূ হুরায়রা রাযি. মদীনা মুনাওয়ারায় রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বরে দাঁড়িয়ে বয়ান করছিলেন। নবীজি যেখানে দাঁড়িয়েছিলেন, তার এক সিড়ি নিচে দাঁড়ালেন। বয়ানে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার। যিনি আবূ হুরায়রাকে ইসলাম নসীব করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার। যিনি আবূ হুরায়রাকে কুরআন শিখিয়েছেন। সমস্তত প্রশংসা আল্লাহ তা‘আলার যিনি আমাকে নবীজীর সুহবতে থাকার তাওফীক দিয়েছেন এবং আমার উপর ইহসান করেছেন।
আমি আল্লাহ তা‘আলার আরো প্রশংসা করছি। কারণ তিনি আমাকে খামিরার রুটি খাইয়েছেন। তিনি আমাকে উত্তম কাপড় পড়িয়েছেন। সমস্ত প্রশংসা আল্লা তা‘আলার । তিনি আমাকে গাজওয়ানের মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। অথচ এক সময় আমি বিনতে গাযওয়ানের পেটে-ভাতের শ্রমিক ছিলাম। সে আমাকে বাহন দিত। আজ আমি তাকে বাহন দেই। যেমন সে আমাকে দিত।
সব শেষে হযরত আবূ হুরায়রা রাযি. বললেন, আরবদের জন্য ধ্বংস । বড় এক খারাবি নিকটে এসে গেছে। তাদের আরেকটি ধ্বংস হলো, অচিরেই বাচ্চা মানুষ তাদের হাকিম হবে। মানুষের মাঝে নিজের খেয়াল-খুশী মতো ফায়সালা করবে। ক্রোধের বশবর্তী হয়ে মানুষ হত্যা করবে।