কোন কোন বর্ণ নামতে জানা যায়, হযরত আবু হুরায়রা রাযি. খলীফাতুল মুসলিমীন হযরত ওমর ফারুক রাযি. এর খেলাফতকালেই শামের যুদ্ধে শরিক হয়েছিলেন। শামে রোমীয়দের সাথে ইসলামী বাহিনীর অনেক যুদ্ধ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। ঐতিহাসিক ইবনে আসাকির রহ. লিখেছেন যে, হযরত আবু হুরায়রা রাযি. ইয়ারমুকের যুদ্ধে শরিক ছিলেন। ইয়ারমুকের যুদ্ধে রোমীয়রা মুসলমানদের উপর কয়েকবার এমন আক্রমণ চালিয়ে ছিলো যে, যদি হযরত মুআয ইবনে জাবাল, হযরত হাজ্জাজ ইবনে আবদে ইয়াগুছ হযরত আমর ইবনে তোফায়েল, হযরত আবূ হুরায়রা , হযরত জুনদুব ইবনে আমর রাযি. প্রমূুখ সাহাবীগণের মতো জানবায মুজাহিদগণ প্রতিরোধ না করতেন তাহলে ইসলামি রাহিনীর পা পিছলে যেত।
এবার রোমিয়দের মাইসারা দল মুসলমানদের মাইমানা দলের উপর প্রচন্ড হামলা করল। তখন আযদ গোত্র দুশমনের সামনে শিশা ঢালা প্র্রাচীরের মতো দাড়িয়ে ছিলো। দাউস গোত্র আযদ গোত্রেরই শাখা ছিলো। এ কারণে ইসলামি বাহিনীর মধ্যে আযদী সৈনিকদের সাথে দাওস গোত্রের অন্যান্যদের সাথে হযরত আবূ হুরায়রা রাযি. ও ছিলেন। তাই প্রতিরোধ যুদ্ধে তারও বেশ ভূমিকা ছিল।
হযরত তোফায়েল ইবনে আমর রাযি. এর সাহেবজাদা হযরত আমর রাযি. খুব বীরত্বের সাথে রোমীয়দের মুকাবিলা করছিলেন। তিনি একদিকে তলোয়ার চালাচ্ছিলেন। অপরদিকে স্বীয় গোত্রের লোকদের সাবধান করতেছিলেন। খবরদার! তোমাদের কারণে যেন মুসলমানদের উপর পরাজয়ের দাগ না লাগে। হযরত জুনবুদ ইবনে আমর আযদী রাযি. নিজেদের পতাকা সজোরে নাড়িয়ে উচ্চ আওয়াজে বললেন, হে আযদ সম্প্রদায়! তোমরা কেউ চিরকাল জীবিত খ থাকবে না। তোমরা যদি নিজেদেরকে গুনাহ ও লাঞ্চনার হাত থেকে বাঁচাতে চাও. তাহলে তোমরা দৃঢ়পদ থেকে দুশমনের মোকাবিলা কর। কান পেতে শোন! যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে তারা লাঞ্চিত হবে। আর যারা মারা যাবে তারা শহীদ হবে। লড়াইয়ের এই চরম উত্তেজনার মুহূর্তে হযরত আবু হুরায়রা রাযি.ও সামনে বেড়ে,, বীরত্বপূর্ণ কন্ঠে নিজ সম্প্রদায়কে বললেন, হেবাহাদুরেরা ! জান্নাতের হুরেরা তোমাদের অপেক্ষায় আছে। তাদ েদের সাথে সাক্ষাতের জন্য নিজেদেরকে সজ্জিত রাখো। আল্লাহর নৈকট্য লা ও রেজামন্দি অর্জনের জন্য কমর বেঁধে নাও। তোমরা এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছো। এর চাইতে বড় নেকীর রাস্তা আরেকটি নেই। এটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দের কাজ।
হযরত আবু হুরায়রা রাযি. এর বীরত্বপূর্ন ও জ্বালাময়ী ভাষণ শোনার পর আযদ গোত্রের বীর সৈনিকরা সকলে তাঁর পাশে এসে জমা হলে এর এক সাথে এমন জোরে আক্রমণ করলো যে, রোমীয়দের পা ভেঙ্গে গেল।