যে মাছগুলো দীর্ঘ দিন বেচে থাকে

যে মাছগুলো দীর্ঘ দিন বেচে থাকে…. যে মাছগুলো দীর্ঘ দিন বেচে থাকে তার কারণ ও মাছ সম্পর্কে আলোচনা করা হলো…..

এমন এক ধরনের মাছ রয়েছে যার আয়ু ২০০ বছরের বেশি হয়ে থাকে। সম্প্রতি এমনি এক প্রজাতির মাছ খুজে পেয়েছেন গবেষকরা। যে বিষয়টা পুরো বিশ্বের মানুষকে অবাক করেছে। এই মাছেরর বয়স যত বাড়ে এরা তত বেশি স্বাস্থ্যবান হয়ে ওঠে। যৌবন অবস্থায় আসতে ৮০ বছরের বেশি সময় লাগে। প্রাপ্ত বয়স্ক হয়ে ডিমপাড়তে সময় লাগে ৭০ বছর।

এই ধরনের মাছের শরিরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি হয়ে থাকে। বিজ্ঞানীরা এই মাছের নাম দিয়েছেন বিগ মাউথ বাফেলো। এই মাছের মুখ সাধারণ মাছের তুলনায় বড় আকৃতির হয়ে থাকে….. মাছগুলোর গায়ের রং নীল তেকে বাদামী হয়ে থাকে। বিশাল আকৃতির একেকটি মাছের ওজন প্রায় ২৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের মাছগুলো ব্যাকটেরিয়া দ্বারা সহজে আক্রান্ত হয় না।

এই ধরনের মাছে বিশেষ ধরনের রোগ প্রতিরোধ করক্ত কনিকা থাকে। ফলে এগুলো সুস্থ অবস্থায় বছরের পর বছর বেঁচে থাকে। কানাডার সাসকাচোয়ান নামক জায়গায় এই মাছগুলোর দেখা মেলে। এছাড়াও আমেরিরকার অরিজোনার অ্যাপাচি নামক হ্রদেও মাছগুলোর দেখা পাওয়া যায়। জলাশয়টির বেশির ভাগ মাছের বয়স ১০০ বছরের বেশি।

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন http://@dailystory0.5

এরিকসন স্কাইক্রেন হেলিকপ্টার দেখতে কেমন ও তার ধারণ ক্ষমতা কি?

Leave a Comment