নেপালের জল এতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় স্পষ্টত ২টি ঋতু পরিলক্ষিত হয়। জুন হতে সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে এবং এর জন্য এ সময় কালকে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা হয়। জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা থেকে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, নেপালের নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত সময় অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিহীন থাকে। এ সময় তাপমাত্রা বেশ কম থাকে বলে একে শীতকাল হিসেবে বিবেচনা করা যায়। জানুয়ারিতে কাঠমন্ডর তাপমাত্রা থেকে প্রায় ১০ ডিগ্রি সে.। উচু পার্বত্য এলাকা হয় নেপালের কোন অংশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না।
শীত-গ্রীস্মের তাপমাত্রার পার্থক্যও খুব বেশি হয় না। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৪৫ সে. মি যার প্রায় পুরোটাই সংঘটিত হয় জুন হতে সেপ্টেম্বর মাসের মধ্যে।