বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশের জলবায়ুর মধ্যে তিনটি ঋতুর কথা উল্লেখ করা হলো-

শীতকাল: প্রতিবছরের নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল । এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশে এর আলোকরশ্মি তির্যকভাবে পড়ে এবং তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার যথাক্রমে ২৯ ডিগ্রি সে. ও ১১ ডিগ্রি সে। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সে. । তবে কোন কোন সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা আরো কম হয়ে থাকে।

গ্রীষ্মকালমার্চ হতে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। এটিই দেশের উষ্ণতম ঋতু। এ ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গড় হিসেবে উষ্ণতম মাস এপ্রিল। এ সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে।

এ সময় বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ- -পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর- পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়।  এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলা হয়। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সমূহের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায়শ বিভিন্ন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়।

 বর্ষাকাল: বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যে রূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না, আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে। এ সময়কার গড় উষ্ণতা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। মোট বৃষ্টিপাতের চার ভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে।

http://বাংলাদেশের ভূমির ওপর জনবসতি বিস্তারের প্রভাব কি?

http://Select নেপালের জলবায়ু কেমন ?

Leave a Comment