রাবেয়া খাতুন এর পরিচয়

রাবেয়া খাতুন ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সিগন্জ জেলার শ্রীনগর উপজেলার ঘোলঘর গ্রামে। 

রাবেয়ার লিখিত উপন্যাস:

। মধুমতি। । কখনো মেঘ কখনো বৃষ্টি।

। ফেরারী সূর্য। । মেঘের পরে মেঘ।

। বায়ান্ন গলির এক গলি।

রাবেয়া খাতুনের পুরস্কার:

বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৭৩সালে এবং একুশে পদক পুরস্কার পান ১৯৯৩ সালে। 

চর্যাপদের পদকর্তা কতজন? ও এর আবিষ্কার!

সুলতানি যুগ এর শাসন ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা।

সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনি।

Leave a Comment