বর্তমান ভারতের যুক্তপ্রদেশ সেকালে রোহিলাখন্ড নামে পরিচিত ছিল। এখানে রোহিলা আফগানগণ স্বাধীনভাবে শাসন করতেন। অযোধ্যার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত এ রাজ্যটির সর্দার হাফিজ রহমত মারাঠা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ১৭৭২ খ্রিষ্টাব্দে অযোধ্যার নবাবের সাথে এই মর্মে চুক্তি করেন যে, মারাঠারা রোহিলাখন্ড আক্রমণ করলে নবাব তাকে সৈন্য দিয়ে সাহায্য করবেন এবং বিনিময়ে নবাবকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে। ১৭৭৩ সালে মারাঠারা রোহিলাখন্ড আক্রমণ করলে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ইংরেজ কোম্পানির সাহায্যপুষ্ট হয়ে মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর হন। এ খবর পেয়ে মারাঠারা ভীত হয়ে বিনাযুদ্ধে ফিরে যায়।
নবাব চুক্তি অনুযায়ী ৪০ লক্ষ টাকা দাবি করলে আফগান সর্দার হাফিজ রহমত খাঁ তা দিয়ে অস্বীকার করেন। অযোধ্যার নবাব হেস্টিংসের শরণাপন্ন হন। তিনি যুদ্ধের ব্যয় ছাড়াও ৪০ লক্ষ টাকা প্রদানের বিনিময়ে রোহিলাখন্ড দখলে ইংরেজ সহায়তা কামনা করলে হেস্টিংস সানন্দে এ প্রস্তাবে রাজি হন। মীরনপুর কাত্ররার যুদ্ধে রোহিলারা পরাজিত হয়, হাফেজ রহমত খাঁ নিহত হন এবং প্রায় ২ লক্ষ রোহিলা বিতাড়িত হয়। অযোধ্যার নবাব রোহিলাখন্ডকে নিজ রাজ্যভুক্ত করতে সক্ষম হন।
ভাষা আন্দোলনে রাজশাহীর অবদান কি?