শহিদ আবদুল জব্বারের পরিচয়

শহিদ আবদুল জব্বারের পরিচয়…শহিদ আবদুল জব্বারের পরিচয়

শহিদ আবদুল জব্বার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। (১১ অক্টোবর, ১৯১৯/২৬ আশ্বিন, ১৩২৬-২১ ফেব্রুয়ারি, ১৯৫২)….তিনি স্থানীয় ধোপাঘাট কৃষ্টবাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল অধ্যায়নের পরে দারিদ্র্যের কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন। েএরপর পনেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান।

নারায়ণগঞ্জেএসে জাহাজঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্যে আসেন। সাহেব তাকে একটি চাকরি দিয়ে বার্মায় টাঠান। সেখানে তিনি দশ-বারো বছর অবস্থান করেন। তারপর দেশে ফিরে আসেন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদের আবাস্থল (ছাত্র ব্যারাক) গফরগাঁও নিবাসী হুরমত আলীর বুমে ওঠেন। in short

২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে আবদুল জব্বার আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ষোঘণা করেন। সরকার তাকে ২০০০ সালে একুশে পদক (মরণোত্তর) প্রদান করেন। in short

ভাষা শহিদরা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময়ে আত্মত্যাগ করেন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলা ভাষার স্বীকৃতি দাবিতে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন। পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়, যার ফলে কিছু ছাত্র প্রাণ হারান। in short

তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকেই শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজও ২১ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়, এবং এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপিত হয়। ভাষা শহিদদের অবদান আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার গুরুত্ব ও মর্যাদা। in short


শহিদ শফিউর রহমানের পরিচয়

Leave a Comment