১৫ কোটি টাকা বাজেটের বরবাদ সিনেমার মাধ্যমে নতুন মিশনে নেমেছে মেগাস্টার শাকিব খান। ২৫ বছরের ক্যারিয়ারে শাকিব খান কখনোই এত বড় বাজেটের সিনেমায় কাজ করেননি। বরবাদ-এর ৮০ শতাংশ সুটিংই হবে দেশের বাইরে। এটি পুরোপুরি অ্যাকশন খাঁচের সিনেমা। অ্যাকশন দৃশ্য পরিচালন করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি একশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন। এছাড়া মুম্বাইয়ের গিয়ে এ গ্রেড-এর কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছে। ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকছেন বলিউডের আলিদ শেখ। এছাড়া গানে প্রিতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।
শাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল। ২০২৪ সালের অক্টোবরে বরবাদ সিনেমাটির শুটিং শুরু হবে। ডিরেকশনে আছেন হৃদয় ! বিগত বছরগুলোতে তুফান, রাজকুমার ও প্রিয়তমা দিয়ে দারুন সাফল্য পেয়েছে শাকিব খান। মুক্তির অপেক্ষায় আছেন দরদ। তবে বরবাদ নিয়ে যে আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে তা আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। ২৫ বছর, আড়াইশো সিনেমায়, ৭০ নায়িকা, নামের আগে ‘মেগাস্টার’ তকমা- শাকিব খানকে এভাবেই ব্যাখ্যা করা যায়। শাকিবের নামের পাশে কিং খান, চলিউড বাদশা, হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমা বসেছে।
তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গোটা সিনেমা ইন্ডাস্ট্রি। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পড়লেও শাকিব খান তার কাজ নিয়ে, নিজের স্টারডম টিকিয়ে রেখেছেন। হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা।