শ্রীলঙ্কা দেশ সম্পর্কে বিস্তারিত। শ্রীলঙ্কা একটি এশিয়ার অন্তর্ভুক্ত দেশ। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এটি ভারত মহাসাগরে অবস্থিত। প্রাকৃতিগতভাবে এটি খুব সুন্দর। সারা বিশ্বের পর্যটকরা এখানে আসে এবং অবসর সময় কাটায়। শ্রীলঙ্কার ভূখন্ডের মোট আয়তন ৬৫০০০ বর্গ কিলোমিটার । এটি বিভিন্ন ধর্মালম্বী লোকদের দেশ।
শ্রীলঙ্কার ২০মিলিংয়ন লোক সংখ্যা আছে । মালদ্বীপ ও দক্ষিন এশিয়ার একটি দেশ। এটি খুবই ছোট দেশ । এটি এশিয়ার সবচাইতে ছোট দেশ। এটি ভারত মহাসাগরে অবস্থিত।
এটি দ্বিপের দেশ। এটি পর্যটকদের আকর্ষনীয় গন্থব্যস্থল। এটি ভারত মহাসাগরে মুক্তার মতো মনে হয়। তার পর এর আয়তন মাত্র ৩০০ বর্গ কিলোমিটার । এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ ও বটে। ভুটান ও দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। এটি ভারত এবং চিনের সাথে সিমানা দ্বারা যুক্ত। এটি হিমালয় পর্বত মালার ডালুতে অবস্থিত।
এর ভূখন্ডের আয়তন ৩৮হাজার ৩শ ৯৪ বর্গকিলোমিটার। এটি এশিয়ার সবচেয়ে সুখি দেশ। এর লোক সংখ্যা ৭লক্ষ ১৬হাজার ৮শ ৯৬ জন। এদেশেটি জাতীয় ভাবে সংস্কীকে রক্ষা করে। পরিবেশ বান্ধব দেশগুলোর জন্য যা পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গা ।
ইহুদি না কি মুসলিম জয় হবে । ইরান ও ইসরাইল।