পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পেরুর রাজধানী লিমায় দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম এই শহরের বার্ষিক বৃষ্টিপাত মাত্র ১০ থেকে ১৫ মিলিমিটার। আর বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২২০০ মিলিমিটার, ভারতে প্রায় ১২০০ মিলিমিটার। আবার লিমায় যতটুকু বৃষ্টি হয় তার পুরোটাই হয় কুয়াশা আকারে। আমাদের দেশে যেমন মুষলধারে বৃষ্টি হয়ে সব ভিজিয়ে দেয়, লিমায় তা হয় কুয়াশার মতো। ফলে বৃষ্টি গায়ে লাগেনা।
লিমায় বৃষ্টি হয় না বলেই দোকানগুলোতে ছাতা বা রেইনকোট পাওয়া যায় না। এমনকি কিছু কিছু বাড়ির ছাদ পর্যন্ত নেই। শহরের রাস্তায় মাত্র কয়েকটি ড্রেনের মুখ রয়েছে। কিন্তু লিমায় বৃষ্টি হয় না কেন? বৃষ্টি হয় না বলে কি গরম খুব বেশি? এর উত্তর হিসেবে বলা যেতে পারে, মূলত বিশ্বের অন্যতম প্রধান স্রোত হলো, ঠান্ডা হাম্বল স্রোত। এটি দক্ষিণ চিনি থেকে উত্তর পেরু পর্যন্ত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়। এই স্রোত উত্তর দিক থেকে আসা উষ্ণ গ্রীষ্মমন্ডলের মেঘ কে পেরুর কেন্দ্রীয় উপকূলে যেতে বাধা দেয়।
এর সঙ্গে কমিয়ে দেয় গ্রীষ্মমন্ডলীয় সূর্যের তাপ। সূর্যের তাপ কমে যাওয়ায় বৃষ্টি হতে যে পদ্ধতি প্রয়োজন যেমন জলীয়বাষ্প ইত্যাদি সেরকম হয় না। তাই বৃষ্টিপাতেরও দেখা মেলে না। ফলে গ্রীষ্মকালে মেঘ হয় না। মেঘ কুয়াশা ও উচ্চ আদ্রতা তৈরি হয় শীতে।