সর্বপ্রথম আল্লাহ একজন ব্যক্তির জন্য জাহান্নাম খুলবেন। হযরত আবু হুরায়রা রাযি. এর মধ্যে আল্লাহর ভয় ছিল প্রচন্ড রকমের। আখেরাতের ভয়ে তিনি প্রচণ্ড কাপতেন। সাকিয়াল আছজী রহ, বলেন, এক বার আমি মদীনা মুনাওরায় আসলাম। সেখানে এক জাগায় মানুষের খুব ভিড় দেখলাম। গিয়ে দেখি একজন লোককে ঘিরে বসে আছে। জিজ্ঞাসা করলাম ইনি কে? লোকেরা জবাব দিল ইনি আল্লাহর রাসূলের সাহাবী, হযরত আবু হুরায়রা রাযি, । তখন আমিও আদবের সাথে তাঁর সামনে বসে গেলাম। তিনি মানুষকে নবীজীর হাদীস শোনাচ্ছেন। একটা হাদীস শোনানো হলে, যে জিজ্ঞে করতো সে চলে যেত। আমিও তাঁর কাছে আরজ করলাম, হে রাসূলের সাহাবী ! আমাকে এমন একটি হাদীস শোনান, যা আপনি নবীজি হতে নিজে শুনেছেন এবং বুঝেছেন।
হযরত আবু হুরায়রা রাযি. বললেন, আমি তোমাকে এমন হাদিসই শোনাবো। একথা বলে তিনিা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো তিনি বললেন, আমি তোমাকে এমন হাদিস শোনাবো, যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এমন সময় শুনিয়েছেন, যখন আমি ও নবীজি ছাড়া আর কেউ ছিল না। এ কথা বলে তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। আমি অনেকক্ষণ তাকে হেলান দিয়ে বসিয়ে রাখলাম। হুশ ফিরে আসার পর তিনি বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা যখন বান্দাদের ফায়সালা করবেন, তখন সর্বপ্রথম আল্লাহ তায়ালার সামনে তিন শ্রেণীর মানুষকে হাজির করা হবে। ১. কুরআনের আলেম। ২. যুদ্ধের ময়দানের শহীদ। ৩.মালদার ব্যক্তি।
আল্লাহ তা’আলা আলেমকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে ইলেম শিক্ষার তাওফিক দেইনি? সে বলবে হ্যাঁ, হে আমার আল্লাহ ! আপনি আমাকে ইলম শিক্ষার তাওফিক দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন , তুমি কি ইলম অনুযায়ী আমল করেছ? সে বলবে আমি তো দিনরাত কুরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো। তুমি তো তেলাওয়াত করছো মানুষ যেন তোমাকে ক্বারি বলে এজন্য। তো দুনিয়াতে মানুষ তোমাকে ক্বারী বলেছে।
এরপর আল্লাহ তাআলা ধনী ব্যক্তিকে ডেকে বলবেন, ধনসম্পদ দিয়ে আমি কি তোমাকে মানুষ থেকে অমুখাপেক্ষী করি নাই? সে বলবে, হ্যাঁ। হে আমার আল্লাহ! আপনি আমাকে ধন-সম্পদ দিয়েছেন। আল্লাহ তা’আলা, তুমি এ সম্পদ কোন পথে ব্যয় করেছ? সে বলবে, আমি তো আত্মীয়- স্বজনের খোঁজ- খবর নিয়েছি এবং দান সদকা করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি তো দান- সদগা করেছিলাম মানুষ যেন তোমাকে দানবীর বলে এজন্য। যাও, তোমার কামনা অনুযায়ী মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলেছে।
তারপর আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে শহীদকে ডাকবেন। তাকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি কেন নিহত হয়েছো? সে বলবে, হে আল্লাহ! যুদ্ধ করার আপনার হুকুম ছিল। তাই আমি আপনার হুকুম পালন করার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো। তুমি আমার রাস্তায় জিহাদ করনি। বরং তুমি জিহাদ করেছ মানুষ যেনো তোমাকে বাহাদুর বলে এজন্য। মানুষ তোমাকে বাহাদুর বলেছে। তুমি তা পেয়েছো।
এই হাদিস বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর হাত মেরে বললেন, আবু হুরায়রা ! কিয়ামতের দিন সর্বপ্রথম এই তিন শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম খোলা হবে।