সুপারিশ প্রাপ্ত ক্যাডার এম এ মোত্তালিব মিহির

৪৩ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ক্যাডার এম এ মোত্তালিব মিহির।  

বগুড়ার শিবগঞ্জের বর্গাচাষি মহাবুল ইসলাম ও মামিলা বিবির সন্তান তিতি। ছোটবেলা থেকেই অভাব –অনটনের মধ্যে বেড়ে উঠেছেন তিনি। পড়ালেখার খরচ জোগাড় করতে তাকে স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর চাকরিও করতে হয়েছিল। সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে ১৬ ঘন্টা করে ডিউটি করতে হতো তাকে। সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে দিলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই ভয়ে ঢাকাতেই থেকে যান এবং ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

তিনি বলেন, কখনো সিকিউরিটি চাকরি করে কখনো টিউশনি করে পড়াশোনা চালিয়ে নিতে হয়েছে। তিনি আরও বলেন, শত বাধা পেরিয়ে আমাকে েএই পর্যন্ত আসতে হয়েছে। তবে কখনো হাল ছাড়িনি। এর পর সাধারণ জ্ঞানের বই মিহির জিকে লিখে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখেন এবং ৪৩ তম বিসিএস পরিক্ষায় অংশগ্রহণ করেন।৪৩ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে মোত্তালিব বলেন, বিসিএস ক্যাডার হওয়া যতটা না কষ্টের, তার চেয়ে বেশি কষ্টসাধ্য কাজ হচ্ছে লেগে থাকা। তাই র্ধৈয ধরে শেষ পর্যন্ত লেগে থাকলে একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ!    

Leave a Comment