বাংলা সাহিত্যে ১৩৫১ থেকে ১৫৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুলতানি যুগ বলা হয়। পাঠান সুলতানগণ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন। এই সময়ে গৌড়িয় শাহী দরবার বাংলা ভাষা ও সাহিত্যের সাংস্কৃতির স্নায়ুকেন্দ্র রূপে গড়ে ওঠে।
গৌড়কে কেন্দ্র করে এই সময়ে বাংলা সাহিত্যের বিকাশের গুরুত্ব বিবেচনা করে ড. দীনেশচন্দ্র সেন এই আমলকে গৌড়ীয় যুগ ও বলে অভিহিত করেন। এ সময় গৌড়ের সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ এর পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দীন রসুলবিজয় কাব্য এবং আলাউদ্দীন হেসেন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসাবিজয় কাব্য রচনা করেন।