সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ

সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ….. সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ এর ভূমিকা কিরূপ তা আজকের এই পোস্টে আলোচনা করা হবে….

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিছু প্রশ্নের মাধ্যমে সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছিল। এ প্রশ্নগুলো এবং তার সম্ভাব্য উত্তর দেখলে তোমরা বুঝতে পারবে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব কতটুকু। প্রশ্নগুলো হলো- in short

১। জনগণ কি সম্পূর্ণভাবে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে?

২। জনগণকে সকল তথ্য সম্পর্কে অবগত?

৩। মানবাধিকার কি নিশ্চিত হয়?

৪। জনগণ কি সিদ্ধান্ত গ্রহণ করে তা অন্ততপক্ষে যারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা কি জনগণের কাছে দায়ী থাকে?

৫। শাসন প্রক্রিয়ায় কি নারী এবং পুরুষ সমান?

৬। দারিদ্র্যের চাহিদা ও অসুবিধাকে দূর হয়?

৭। শাসন কাঠামোকে কি জনগণ নিজের মনে করে?

৮। বর্তমানে যে সকল নীতিমালা প্রণয়ন করা হয় তাতে কি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার প্রতি গুরুত্ব দেওয়া হয়? in short

প্রশ্নগুলোর উত্তর যদি ইতিবাচক হয় তবে ধরে নিতে হবে সে রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রশ্নগুলোর সমাধান তখনই হবে যখন শাসন প্রক্রিয়ায় নারী- পুরুষের সমান এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে, স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা হবে, নাগরিক অধিকার সুরক্ষিত হবে, দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক মূল্যবোধ সমূহের চর্চা ব্যতীত সুশাসনের আশা করা ভুল। গণতান্ত্রিক মূল্যবোধের অপরিহার্য উপাদান হলো আইনের শাসন প্রতিষ্ঠা। in short

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলেই আইনের নিকট সমান মর্যাদা লাভ করে। আইনের শাসন নাগরিক অধিকারকে সংরক্ষণ করে। শাসক তার ইচ্ছা অনুযায়ী আইন ব্যবস্থা করতে পারে না বরং আইন তার আপন গতিতে পরিচালিত হয়, সরকারের কর্তৃত্ব সীমাবদ্ধ থাকে, অপরাধীর আত্মসমর্পণ এর সুযোগ থাকে। অর্থাৎ আইনের শাসন সমাজ ও রাষ্ট্রের মন্দ শাসনকে প্রতিহত করে। গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিক অধিকারের মর্যাদা দান করে। in short

গণতান্ত্রিক মূল্যবোধে নাগরিককে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ গণতান্ত্রিক সরকার জনগণের সরকার। এর জন্য গণতান্ত্রিক সরকার নাগরিকের কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে। সুশাসনেরও উদ্দেশ্য নাগরিকের কল্যাণ সাধন। তাই যেকোনো রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত হল গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা।  in short

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন dailystory0.5

  আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত

Leave a Comment