বাংলাদেশ জাতীয় দলের খেলা বাদ দিয়ে সেনাবাহিনীতে যোগদান করেছেন এক ফুটবলার। তিনি আসার পর বাংলাদেশের ফুটবলের ডিফেন্সে এসেছে বড় ধরনের পরিবর্তন। হয়েছে আগের থেকে শক্তিশালী। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তারিক কাজী।
বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীর জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে। ওই দেশের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ৬ মাসের মেয়াদী একটা মিলিটারি সার্ভিস প্রদান করা হয়। সেটা করতেই তারিখ এখন আসেন সেই ফিনল্যান্ডে। জন্মগত জেলায় মিলিটারির ক্যাম্পে যোগ দিয়েছেন তারিখ। যে কারণে ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বরে দুইটি প্রিটি ম্যাচে বাংলাদেশ দলে নেই ২৯ বছর বয়সে এই ডিফেন্ডার।
ছয় মাসের প্রশিক্ষণ শেষে আবার বাংলাদেশে ফিরবেন বসুন্ধরা কিংস এর খেলা এই ডিফেন্ডার। এদিকে প্রিটি সিরিজে অংশ নিতে ভুটানে বাংলাদেশ দল।