সেনাবাহিনীদের হেলমেটে নেট থাকে কেন?….সেনাবাহিনীদের হেলমেটে নেট থাকে কেন?,,,, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওওয়াা যাক…….
সৈন্যরা অনেক সময় ফাঁকা এলাকায় অভিযানে যায়। তখন হেলমেটের উপর সরাসরি সূর্যের আলো পড়লে অনেক দূর থেকে তা চিক চিক করে। এতে করে প্রতিপক্ষ বুঝতে পারে, সৈন্যরা কোথায় কোথায় অবস্থান করছে। তবে হেলমেটের উপর নেট থাকলে, তাতে সূর্যের আলো পড়লে হেলমেট আর চিক চিক করে না। ফলে প্রতিপক্ষের নজর থেকে সৈন্যরা নিজেদেরকে আড়ালে রাখতে পারেন।
এছাড়াও হেলমেটের উপর ভারী কিছু পড়লে এই নেটের কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়। এর ফলে ব্যথা কম লাগে। অনেক সময় আর্মিরা জঙ্গলে যায়। সেখানে ঝোপচারের ভেতর তারা পজিশন নেয়। ঝোপের ভেতরে উপর হয়ে শুয়ে তারা গাছের ডাল , লতাপাতা হেলমেটের এই নেটের ভেতর গুঁজে দেয়। ফলে বোঝার উপায় থাকে না এটা কোন সৈন্যের মাথা।
শত শত বছর আগে সেনাবাহিনীর কাছে কোন হেলমেট ছিল না। যখন হেলমেট আসে, তখন নেট ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে হেলমেটে নেটের ব্যবহার শুরু হয়েছে। হেলমেট পুরনো হয়ে গেলে নেটে উঠে যায় তখন নতুন করে নেট লাগানো হয়।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুতে পারেন http://@dailystory0.5
ভারত ও পাকিস্তানের শক্তিতে কোন দেশ সামরিক শক্তিতে অধিক শক্তিশালী