হযরত আলী  (রা.) এর পরিচয়

হযরত আলী (রা.)  ৬০১ সালে ২০ শৈ সেপ্টেম্বর মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর  চাচাতো ভাই এবং মেয়ের জামাতা। মহানবী (সা.) হযরত আলী (রা.) কে শৈশবে তার পিতার কাছ থেকে নিয়ে আসেন এবং তার সন্তানের মত তাকে লালন পালন করেন। হযরত আলী ছিলেন প্রথম শিশু সন্তান যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 

তিনি দশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি৬৫৫ থেকে৬৬১ সাল পর্যন্ত ইসলামিক খলিফাতের শাসন করেন। ৬২২ সালে মহানবী মুহাম্মাদের মদিনায় স্থানান্তরের সময় একটি গুপ্ত হত্যার ষড়যন্ত্র এড়ানোর জন্য এবং মুহাম্মদ যাদের নিরাপদে পলায়ন করতে পারে সেই জন্য আলী তার জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদের বিছানায় ঘুমিয়ে ছিলেন। এক সকালে কুফার মসজিদের পার্থনা করার সময় তাকে আক্রমণ করা হয় এবং দুইদিন পর ৬৬১  সালের জানুয়ারির ২৭ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

ড. জাকির নায়েকের পরিচয়

হযরত আবূ হুরায়রা রাযি. এর জীবনি

Leave a Comment