একজন অভিবাভকের দেওয়া সেরা উপদেশ ও অন্যান্য উপদেশ মানতে হয়?
১। একটা সম্পর্ক যতই খারাপ হোক না কেন সেটিকে ভেঙে দেওয়া উচিত নয় কারণ পানি যতই ময়লা হোক না কেন তৃষ্ণা মেটাতে না না পারলেও আগুন নেভাতে ঠিক কাজে লাগে।
২। যে ভালো ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করুন কিন্তু যে খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ আচরণ করবেন না। কারণ হীরা দিয়ে হীরা কাটা যেতে পারে কিন্তু কাদাঁ দিয়ে কাঁদা পরিস্কার কার যায় না।
৩। একটা ছোট্ট পিঁপড়ে আপনার পায়ে কামড় দিতে পারে কিন্তু আপনি কখনো তার পায়ে কামড় দিতে পারেন না। তাই জীবনে কথনো কাউকে ছোট ভাববেন না কারণ সে ক্ষুদ্র হলেও যা করতে পারবে আপনি বড় হয়েও তা পারবেন না।
উপদেশগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
জীবনকে উন্নত করার কয়েকটি অভ্যাস জেনে রাখুন