নারীর প্রতি সহিংসতা হলো পুরুষ বা নারী কর্তৃক যেকোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি এ সহিংস আচরণ কোনো ব্যক্তি বা অনেকে নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ঘটিয়ে থাকে।
নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এ নির্যাতন চালানো হয়। এ সহিংষ আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ,কর্মক্ষেত্র, হাটবাজার থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে ঘটতে পারে।
ম্যাক ট্রাক রাস্তার দানব দেখতে বিশালাকার ট্রেন…