শহীদ আবু  সাঈদের ভাস্কর্য নয় বুকে জায়গা দিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। শহীদ আবু সাঈদ এর পরিবার তার ভাস্কর্য না বানাতে নিষেধ করেছেন। টিভি টকশোতে অনেকে দাবি করছেন বুক চেতিয়ে দিয়েছিল এবং নির্দয় পুলিশ তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছিল। এটি দেখে দেশের অন্তরবিদারক মানুষের মনে ধরেছিল। তীব্র ভূমিকম্প শৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসে থাকতে দেয়নি। হাতপা গুটিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি।

দেশ জুরে যে দাবি আসছে, আবু সাইদের মূর্তি তৈরি করার দরকার, ভসকর্য তৈরি করার দরকার তার এই রিতত্বোকে সৃতির পাতায় ধরে রাখতে মূর্তি নয়, জায়গা দিন আপনার মনের গভিরে। আপনারা দেখতে পেয়েছেন বঙ্গবন্ধুর ভাসকর্য ভেঙে দেওয়া হয়েছে কিভাবে।আমাদের স্বাধীনতার যুদ্ধছিল একটি পবিত্র যুদ্ধ। যুদ্ধ ছিল আল্লাহর তরফ থেকে মহান দার। যার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই স্বাধীনতার ভাস্কর্য ব্যবহার করে, যারা এই দেশের মানুষের শোষন নিপিড়ন করেছিল দির্ঘ ১৬ বছর। তাই আমাদের মনে রাখতে হবে আবু সাইদের জায়গা ভাসকর্যে নয় বরং আমাদের বুকের গভিরে জায়গা দিতে হবে।

শহীদ আবু সাইদকে ভালোবেসে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।

ধ্রুব রাঠির ইউটিউবার হওয়ার গল্প

আয়না ঘর কতটা ভয়ঙ্কর?

Leave a Comment