হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। রাজপথ থেকে ডিবি অফিস, এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতির বাসভবন, সবখানে একই জার্সি পড়ে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে। তিনি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি জার্সি গায়ে রাষ্ট্রপতির বাসভবন থেকে ঘুরে এসেছে। নীলচে সবুজ রঙের এই টি-শার্টটির বুকের বা পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া। মাঝে লেখা রয়েছে ইংলিশ। অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো t-shirt।
তিনি থাকেন বনশ্রীর বাসায়। বনশ্রী থেকে আন্দোলন করার সময় তিনি এই জার্সি পড়ে এসেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি খুলবেন না তিনি। অবশেষে লক্ষ্য পূরণ হওয়ার পর তিনি জার্সি খুলে শার্ট পড়েছেন। হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদী স্বভাবের ছেলে। ২০২২ সালে তিনি ঢাবির রেজিস্টার বিডিং-এ ভোগান্তির প্রতিবাদে ৮ দফা দাবি নিয়ে অনশন শুরু করেন। ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতিতে ছাত্র হয়রানি সহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থেকেছেন মেধাবী ও সংগ্রামী হাসনাত আব্দুল্লাহ।
২০১৪ সালে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার রিয়াজ উদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। তিনি আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিনগুলিতে তিনি দিন রাত এক করে পড়াশোনা করেছেন। ফলে মেধা তালিকায় শুরুর দিকে তার নাম আসে। বেছে নেন ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে তিনি ঢাবির ডিবেটিং সোসাইটির সঙ্গে ছিলেন। তিনি প্রথমে ঢাবির বিজয় ৭১ হল রিবেটিং ক্লাবের সহ-সভাপতি ও পরের সভাপতি হন।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বেশ খোলামেলা কথা বলেছেন। যেভাবে উপদেষ্টা বানিয়েছি, সেভাবেই গদি থেকে ছুড়ে ফেলতে দ্বিধা করবে না- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে তিনি এমনটাই বলেছেন।