ক্যামেরা আবিষ্কার করেন কে?

ক্যামেরা আবিষ্কারের পেছনে রয়েছে একজন মুসলিম বিজ্ঞানীর অবদান।

১০০০ বছর আগে ইরাকের এই মুসলিম বিজ্ঞানী ক্যামেরার ধারণা দেন। তার নাম ইবনুল হাইসা। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ এবং পদার্থবিজ্ঞানী। ১০২১ সালে এই মনীষী প্রথম ক্যামেরা আবিষ্কার করেন। তার লেখা আল মানাজির গ্রন্থে এ ধারণা লিপিবদ্ধ করা হয়। তিনি সর্বপ্রথম উপলব্ধি করেন যে, চোখ থেকে যতটা আলো বের হয় তার চেয়ে বেশি আলো চোখে প্রবেশ করে। আলো উইন্ডো সাটার এর মাধ্যমে একটি বিন্দুতে প্রবেশ করতে পারে, এটি বুঝতে পারার পর তিনি প্রথম ক্যামেরা আবিষ্কার করেন।

পূর্ণাঙ্গ ক্যামেরা আবিষ্কার হতে বহু বছর কেটে যায়। এরপর কয়েক ধাপে ক্যামেরায় নতুনত্ব যুক্ত করেন বিজ্ঞানীরা। অবশেষে ১৯৭৫ সালে কোনকির স্টিভেন ছাছন প্রথম ক্যামেরা মানব সভ্যতা নিয়ে আসেন। মুসলিম বিজ্ঞানী ইবনুল হাইসা ৯৬৫ খ্রিস্টাব্দে ইরাকের বদশ নগরে জন্মগ্রহন করেন। তারলেখা কিতাব আল  মানাজির তথা book of oftech কে নিউটনের সমকক্ষ ধরা হয়।

বিশ্বের প্রথম ছাপাখানা কত সালে আবিষ্কার করা হয়?

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর পরিচয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার ইতিহাস

Leave a Comment