বিশ্বের প্রথম তৈরি হেলিকপ্টার ভট- সিকোরস্কিভিএস – ৩০০ হেলিকপ্টারটি হচ্ছে বিশ্বের প্রথম কার্যকরী হেলিকপ্টার। ১৯৩৯ সালের ১৪ সেপ্টেম্বর এটাই সর্বপ্রথম আকাশে ওড়ে। রাশিয়ান বংশভূত আমেরিকান খ্যাতবিজ্ঞানী ইগর সিকরস্কি ছিলেন হেলিকপ্টারটির নির্মাতা। মাত্র একজন পাইলট বহনকারী হেলিকপ্টারটি সর্বোচ্চ ৮০ কিমি বেগে ১২১ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম ছিল।
একটানা দেড় ঘন্টা আকাশে উড়তে সক্ষম ছিল ভিএস- ৩০০ হেলিকপ্টারটি। ধীরে ধীরে এই হেলিকপ্টার গুলোকে মডিফাই করে আধুনিক এবং উন্নত করা হচ্ছে। হেলিকপ্টার ব্যবহার করা হয় নিজেস্ব গুরুত্বপূর্ণ কাজ ও এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই জাতায়াত এর জন্য। হেলিকপটার ব্যবহার করেন ধনী ব্যক্তিরা। কারণ এর দাম সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা।