পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন

যে পাঁচটি গুনাহ করলে আল্লাহ তা’আলা দুনিয়াতেই আপনাকে শাস্তি দিবেন। সর্বপ্রথম ভয়ংকর শাস্তিটি হচ্ছে আপনার রিযিক শেষ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন এমন পাঁচটি গুনাহ থেকে বেঁচে থাক যদি তুমি দুনিয়াতে শান্তি চাও আখিরাতে কল্যাণ চাও।

সর্বপ্রথম গুনাহটি হচ্ছে নারীদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া।

দ্বিতীয় গুনাহটি হল অন্যায় ভাবে মানুষের জমি দখল করা। বিশেষ করে পেত্তিক জমিকে আত্মসাৎ করা। মনে রাখবেন এর ভেতরে কিন্তু আপনার বোনের সম্পদ রয়েছে। বাংলাদেশের ৯৫ ভাগ মুসলিমরা পর্যন্ত তার বোনকে পৈত্রিক সম্পর্ক থেকে বঞ্চিত করে।

তারপরের গুনাটি আরো ভয়ংকর তাহলে কারো উপর কালো জাদু করা। কালো জাদু করা অন্যান্ত গুনাহের কাজ।

চতুর্থ গুনাহ হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বা শিরক। এই কাজটি ভুলেও করতে যাবেন না। শিরকের গুনাহ আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করেন না।

শেষ গুনাহটি হচ্ছে সুদ ঘুষ খাওয়া। আল্লাহ তাআলা সুদ ঘুষ কে হারাম করেছেন এবং বলেছেন তোমরা সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে উপার্যন কর। অন্যকে দান কর। এতেই আমি সন্তুষ্ট।

  আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত

কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

Leave a Comment